ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  • অন্যান্য

tomato

টমেটো বিক্রি করে ৪৫ দিনে আয় ৩ কোটি!

  • অনলাইন ডেস্ক

    জুলাই ৩০, ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ
___প্রতীকী ছবি

টমেটো বিক্রি করে মাত্র ৪৫ দিনে ৩ কোটি রুপি আয় করেছেন এক কৃষক। এত কম সময়ে এত বেশি আয় করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের ওই কৃষক। অন্ধ্র প্রদেশের চিতুর এলাকার কৃষক চন্দ্রমৌলি। বিগত এপ্রিলের শুরুর দিকে ২২ একর জমিতে টমেটো চাষ শুরু করেন তিনি। তবে সাধারণ টমেটো নয়, বিরল সাহু জাতের টমেটো। চাষাবাদে ব্যবহার করেন আধুনিক সব প্রযুক্তি। মালচিং ও ক্ষুদ্র সেচ পদ্ধতির কারণে ফলন হয় বেশি, সময় লাগে কম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জুনের শেষদিকে বিক্রির উপযোগী হয় চন্দ্রমৌলির ফলানো টমেটো। এরপর তিনি এসব টমেটো বিক্রি করতে শুরু করেন।

বেশি দূর যেতে হয়নি চন্দ্রমৌলিকে। বাড়ির পাশেই কর্ণাটকের কোলার মার্কেট। সেখানেই পেয়ে যান ক্রেতা। মাত্র ৪৫ দিনে ৪০ হাজার বাক্স টমেটো বিক্রি করেন কৃষক চন্দ্রমৌলি। প্রতিটি বাক্সে রাখা হয় ১৫ কেজি করে, যার মূল্য ১ হাজার রুপি। সে হিসেবে ৪০ হাজার বাক্স টমেটো বিক্রি হয় ৪ কোটি রুপিতে।

চন্দ্রমৌলি জানান, টমেটো চাষ ও আনা-নেওয়ায় সব মিলিয়ে তাঁর খরচ হয়েছে ১ কোটি রুপি। সে হিসেবে মাত্র ৪৫ দিনে আয় করেছেন ৩ কোটি রুপি।