ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  • অন্যান্য

Bhola Lalmohan

বৃদ্ধের বসতঘর লুট করে নিয়ে ভিটায় বৃক্ষরোপণ

  • অনলাইন ডেস্ক

    জুলাই ৩১, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ
বসত ভিটায় বৃদ্ধ জাহানারার পায়চারী। 

ভোলার লালমোহনে দিনে-দুপুরে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার বসতঘর ভাঙচুর ও লুট পরবর্তী ভিটায় সুপারি গাছের চারা লাগিয়ে দিয়েছেন প্রতিপক্ষরা।

গত শনিবার (২২জুলাই) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড চর লালমোহন গ্রামের খলিল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধা একই ওয়ার্ডের আবুল হাসেমের স্ত্রী। ঘর হারিয়ে বর্তমানে অসুস্থ স্বামীসহ অন্যের বাড়িতে ঠাঁই হয়েছে তাদের।

বৃদ্ধা জাহানারা বেগম বলেন, গত ২২ জুলাই দুপুরে বৃদ্ধা তার বসতঘরে হামলা চালায় একই এলাকার মো. হোসেন মাস্টার, তার ছেলে কামরুল, মজি চৌকিদার ও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদেরসহ তাদের লোকজন। তাদেরকে বাঁধা দিতে গেলে আমার স্বামীসহ আমাকে হামলাকারী নুরে আলমের ঘরে নিয়ে বেঁধে রাখে।

বৃদ্ধা আরও বলেন, আমাদেরকে বেঁধে রেখে আমার বসতঘরের সব মালামাল লুটে নিয়ে পুরো বসতঘরটি ভেঙে ফেলে হামলাকারীরা। এতে কয়েক লাখ টাকার ঘরের মালামালসহ বসতঘরটিও নিয়ে যায় তারা।

এ ঘটনায় ওইদিনই লালমোহন থানায় মামলা করি। মামলার পরপরই আমার বসতভিটায় সুপারি গাছের চারা লাগিয়ে দিয়েছে হামলাকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধার ঘরে হামলার বিষয়টি অস্বীকার করে হোসেন মাস্টার বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। এদিকে হামলার ঘটনার ভিডিওতে বৃদ্ধার স্বামীকে ঘর থেকে টেনেহিঁচড়ে নিতে দেখা যায় লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদের কে।

তবে এ বিষয়ে জানতে গ্রাম পুলিশ কাদেরকে জিজ্ঞাসা করলে আসতেছি বলে চলে যায় এরপর কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেননি তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সেলিম হোসেন বলেন, জাহানারা বেগম একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সূত্র: জনকণ্ঠ