আষাঢ শ্রাবণ দুই মাসে
প্রবল বর্ষনে বর্ষা আসে।
দুনিয়া বড় আজব লাগে
বর্ষা কালে খরা জাগে।
মেঘ চলছে রৌদ পড়ছে
গাছপালার পাতা ঝরছে।
মেঘ ডাকছে ঘর নড়ছে
তবু নাহি বৃষ্টি পড়ছে।
অনাবৃষ্টি চলে ভবের মাঝে
বর্ষন নাই সকাল সাঁঝে।
ফসলের মাঠে ধূলা উড়ে
জলন্ত অগ্নি জমিনে পড়ে।
তীব্রখরা, মাঠে নাই পানি
কৃষকের হয় ফসল হানি।
প্রচন্ড় তাপ, তীব্র খরা
খাদ্য অভাবে জীবনে মরা।
অসত্য কথা বলতে চাই
ধর্মের কাজে মোরা নাই।
মানব সভ্যতা ধবংস হবে
প্রকৃতির মাঝে খরা রবে।
কবি ও সদর দলিল লেখক
ডাঃ অমল কুমার সরকার
তালগাছি, পবা, রাজশাহী