বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে সারাদেশে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবার কক্সবাজার বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেছে।
২৩ জুলাই থেকে শুরু হয়ে ১ আগস্ট শেষ হওয়া মেলায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন স্টল দিয়ে এবার সফলতা স্বরূপ ক্রেস্ট / সার্টিফিকেট অর্জন করেছে। জেলা ম্যানেজার কুতুব উদ্দিনের সার্বিক পরিচালনায় বৃক্ষ মেলায় এবার ফাউন্ডেশনের জমজমাট প্রচারণা চলে।
কক্সবাজার জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে বৃক্ষ মেলায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনসহ ৩৫টি স্টল বসে এবার।
সমাপনী দিনে উপস্থিত থেকে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম ও কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।
উপস্থিত ছিলেন বন বিভাগের পক্ষে ড. প্রাণতোষ ও সমীর রঞ্জন সাহা।