ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  • অন্যান্য

Schedule of National Elections in November

নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

  • অনলাইন ডেস্ক

    আগস্ট ৯, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ
নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আনিছুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। এক্ষেত্রে নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। অনলাইন ও অফলাইনে দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। আগামী নভেম্বরে অ্যাপসটি চালু করা হবে।