ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  • অন্যান্য

Expulsion of 18 activists

জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার

  • অনলাইন ডেস্ক

    আগস্ট ১৭, ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ
জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, সংগঠন নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জামালপুর জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
সাময়িক বহিষ্কারকৃতরা হলেন- ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মোসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ও চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোরসালিন উদ্দিন, ইসলামপুর পৌর ছাত্রলীগের কর্মী মো. জয় মামুন ও আব্দুল কাইয়ুম, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো. ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহীন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ।

সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. বরকত উল্লাহ ফারাজী, হাজরাবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলা পূর্ব শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক শোয়েব আল হাসান সজল ও দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা। কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাবে স্বশরীরে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

বহিষ্কার প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি জনকণ্ঠকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অব্যশই সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে।

সাম্প্রতিক সময়ে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সূত্র: জনকণ্ঠ