কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করবেন জুমাবার ১৮ আগস্ট ২০২৩। এদিন বিকেল ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।
পৌরসভার মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। ইতোমধ্যে এ লক্ষে পৌরসভার পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ১২ জুন বহু প্রত্যাশিত কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন মেয়র নির্বাচিত হন মাহাবুবুর রহমান চৌধুরী। এর আগে তিনি দীর্ঘ ২৮ মাস ভারপ্রাপ্ত মেয়র এবং ২১ বছর কাউন্সিলর ছিলেন৷ কর্মে এবং ব্যক্তিগত জীবনে তিনি কর্মঠ, মানবিক ও সফল জনপ্রতিনিধি।