ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  • অন্যান্য

কবিতা

রাজসিক নাটোর

  • এ কে সরকার শাওন

    আগস্ট ১৯, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ

বাউলের মন ছুঁয়ে-ছুটে যায়,
সবুজের মেলায় দিগন্তরেখায়!
বিধাতা দিয়েছেন সবটুকু;
অকৃপণভাবে প্রাণভরে,
যুগে যুগে শতসহস্র বর
এই মায়াময় রাজসিক নাটোরে!

রাজবাড়ি থেকে গণভবন
সবখানেই টানে মন,
দিঘীর জলে বিলের তলে
পাষাণেরও মনটি গলে।

সিংড়া থেকে গুরুদাসপুর
বিলশাহ কতদূর?
ডুবন্ত রাস্তায় আমরা চলি
গ্রামের নাম তৃষিখালী।

চলন বিলের বুক চিড়ে;
মেরুন পঙ্খীরাজ চলছে ধীরে।
মন আমাার বার বার হারায়
বন-বনানীর ছায়াঘেরা
এই না প্রান্তরে;
এই মায়াময় চিরচেনা
রাজসিক নাটোরে!

কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।