ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর
Paris

Jobs in Nettle-Niloy Group

নিটল-নিলয় গ্রুপে চাকরি

  • অনলাইন ডেস্ক

    আগস্ট ২১, ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ
প্রতীকী ছবি

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ।

পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক (ভ্যাট, হিরো মোটরসাইকেল)।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মাস্টার্স/এমবিএ/এমবিএস ডিগ্রি।

কাজের ধরন: প্রতিষ্ঠানে ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুযায়ী ভ্যাট আইন মেনে চলা নিশ্চিত করা। সব ইউনিটের ভ্যাট নিবন্ধন আপডেট করা হয়েছে কিনা তা নিশ্চিত করা। ভ্যাট রিটার্ন প্রস্তুত করা হয়েছে কিনা এবং সময়সীমার মধ্যে জমা দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত করা।

কাজের ধরন: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: অফিস।

বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা: ভ্যাট বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীকে অটোমোবাইলেও ধারণা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের স্থান: ঢাকা।

বেতন: নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ। সঙ্গে আছে দুর্দান্ত ক্যারিয়ার গড়ার সুযোগ।

সুযোগ-সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উত্সব বোনাস, অর্জিত ছুটি নগদকরণ, আকর্ষণীয় ভ্রমণ/পরিবহন ভাতা, কমিউনিটি ইনসেনটিভ ইত্যাদি।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৩।