কক্সবাজার সদরের খরুলিয়া ডেইংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয় বাংলা নিউজ কে র্যাব জানিয়েছে, গতকাল র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল খরুলিয়া ডেইংগাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পরিচালিত অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আমিন (৩০), পিতা-রশিদ আহম্মদ, ডেইংগাপাড়া, খরুলিয়া, কক্সাবাজার সদরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। তার বিরুদ্ধে কক্সবাজার রামু থানার মামলা নং-১১, তারিখ-৭/৭/২০২২, ১৮৬০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা রয়েছে।