আগামি ১৬ সেপ্টম্বর ২০২৩ ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর ১০ম কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসছে এই নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করেছেন লায়ন মোঃ নুরুল কবির পাশা (পল্লব)। তিনি কক্স কুটুমবাড়ি, রিসোর্ট আইল্যান্ডিয়া ও হংকং ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক। একজন দক্ষ পর্যটন উদ্যোক্তা।
এ উপলক্ষে শনিবার ২৬ আগস্ট বিকালে কক্স কুটুমবাড়ি বার-বি-কিউ এন্ড রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান এম.এ হাসিব বাদল, সভাপতি আনোয়ার কামাল, সহ-সভাপতি ইফতেখার আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুনিবুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী লয়ন মোঃ নুরুল কবির পাশা (পল্লব)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য এস.এ কাজল।
এসময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুরুল কবির পাশা (পল্লব) নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করে বলেন, ইতিমধ্যে তিনি ইউরোপের অন্তত ১৫টি দেশ ভ্রমণ করেছেন। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতসহ কক্সবাজারের দর্শনীয় স্থান সমূহ, সে সব দেশের পর্যটকদের কাছে তুলে ধরেছেন এবং কক্সবাজার ভ্রমণে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, টুয়াক একটি পর্যটনসেবী সংগঠন। এই সংগঠনকে স্মার্ট ও আরো গতিশীল করা দরকার। তাই তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটি স্মার্ট সংগঠন হিসাবে গড়ে তুলে সংগঠনের সদস্যদের ব্যবসায়িক সাফল্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন।