ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  • অন্যান্য

Bus and Easybike collision

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • অনলাইন ডেস্ক

    আগস্ট ২৯, ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ইজিবাইকযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর মুশুলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের শাহাব উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৩৮) ও নান্দাইলের ধরগাঁও গ্রামের আলিম উদ্দিনের কন্যা বৃষ্টি আক্তার (২০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম চপই দাখিল মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার সকালে তিনি ইজিবাইকযোগে বাড়ি থেকে নান্দাইলের মুশুলী ইউনিয়নে অবস্থিত চপই দাখিল মাদ্রাসায় যাচ্ছিলেন। একই ইজিবাইকে বাড়ি থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল বৃষ্টি আক্তার।

তিনি যশোদল এলাকার একটি ক্লিনিকে চাকরি করেন। পথে উত্তর মুশুলী নামক স্থানে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী এমকে সুপার বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক সাইফুল ইসলাম নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত বৃষ্টি আক্তারকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্ততি চলছে। উক্ত দুর্ঘটনায় আরও তিন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন।