ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  • অন্যান্য

17th Teacher Registration

১৭তম শিক্ষক নিবন্ধন॥ ভাইভা ও চূড়ান্ত ফলের সময়!

  • অনলাইন ডেস্ক

    আগস্ট ৩১, ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
___প্রতীকী ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা (ভাইভা) সেপ্টেম্বরের মধ্যেই এবং ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানায়।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সংঙ্গে কথা বলেছেন এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদূর রহমান।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই ১৭তম নিবন্ধনের সব কার্যক্রম শেষ করতে চাই আমরা। সে অনুযায়ী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করতে পারবো।

তিনি আরও বলেন, মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের ভাইভা বোর্ড গঠন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করতে হবে। এ কাজগুলো শেষে মৌখিক পরীক্ষা শুরু করা হবে। সেপ্টেম্বর থেকেই মৌখিক পরীক্ষা যাতে শুরু করা যায়, সেই চেষ্টা করবো আমরা।