এশিয়া কাপের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে ভারত। ফলে জয়ের জন্য ৫০ ওভারে ২৬৭ রান করতে হবে পাকিস্তানকে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরু থেকেই ভারতের ব্যাটারদের চাপে রাখে পাক বোলাররা। ফলে ৬৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত।
এরপর কিশান ও হার্দিক পান্ডের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। দুজনই সেঞ্চুরির কাছাকাছি গিয়েও শতকের ঘর ছুঁতে পারেননি। কিশান ৮২ ও পান্ডে ৮৭ রান করে ক্যাচ আউট হন তারা দুজন। কিন্তু এরপর কোনো ব্যাটার এসে ক্রিজে আর দাঁড়াতে পারেননি। একে একে আউট হতে থাকেন সবাই।
আরও পড়ুন :>> মৃত্যু ২১/ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৩৫২ জন
শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে গিয়ে থামে ভারতের ইনিংস। সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেন ২৬৬ রান।
পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে শিকার করে ৪ উইকেট। এছাড়া, নাসিম শাহ ও হারিস রউফ তুলে নেন ৩টি করে উইকেট।