চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের তোলা নতুন ছবি শনিবার প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ছবিগুলো তুলেছে চন্দ্রযান-২-এর ‘অরবিটর’-এ থাকা যন্ত্র।
ইসরো এক্স (সাবেক টুইটার)-এ লিখেছে, ‘‘চন্দ্রযান-৩-এর ছবি রইল এখানে, যা তুলেছে চন্দ্রযান-২-এর অরবিটরে থাকা যন্ত্র সিন্থেটিক অ্যাপারচার র্যাডার (ডিএফএসএআর)। ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর এই ছবি তোলা হয়েছে।’’ এই সিন্থেটিক অ্যাপারচার র্যাডার কোনও জিনিসের দ্বিমাত্রিক ছবি তোলে। এই যন্ত্র কোনও পৃষ্ঠে ছোট ছোট তরঙ্গ পাঠাতে পারে। তার পর তা থেকে বিচ্ছুরিত তরঙ্গ গ্রহণ করতে পারে।
Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso
— ISRO (@isro) September 9, 2023
চন্দ্রযান-২-এর অরবিটর এখনও চাঁদের চারপাশে কক্ষপথে রয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর ঐতিহাসিক অবতরণের আগে তার ল্যান্ডার বিক্রমের সঙ্গে চন্দ্রযান-২-এর অরবিটরের সংযোগ স্থাপন করতে সমর্থ হয়েছে ইসরো। এই অরবিটরের এসএআর যন্ত্রের বিষয়ে জানাতে গিয়ে ইসরো জানিয়েছে, এই র্যাডার সূ্র্যের আলো ছাড়াই কোনও বস্তুর ছবি তুলতে পারে। লক্ষ্যবস্তুর দূরত্ব এবং পদার্থগত বৈচিত্র্যের তথ্যও জোগাতে পারে। পৃথিবী এবং সৌরজগতের অন্য বস্তুর ‘রিমোট সেন্সিং’-এর কাজে ব্যবহৃত হয় এই এসএআর। গত চার বছর ধরে চাঁদের বিভিন্ন তথ্য পাঠিয়ে চলেছে সে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা