ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

The crocodile is running away from the farm

প্রবল বর্ষণে দক্ষিণ চীনের একটি প্রজনন খামার থেকে পালাচ্ছে কুমির

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ
কুমির। সংগৃহীত ছবি

টাইফুন হাইকুইর প্রভাবে প্রবল বর্ষণে দক্ষিণ চীনের একটি প্রজনন খামার থেকে প্রায় অর্ধশতাধিকের ওপরে কুমির পালিয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি লেক উপচে প্রায় ৭৫টি কুমির পালিয়ে গেছে। এর মধ্যে কয়েকটি কুমির উদ্ধার করাহলেও স্থানীয়রা নিরাপত্তার কারণে অনেকগুলো কুমিরকে গুলি করে হত্যা করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, সরীসৃপ প্রজাতির এ প্রাণীটির মাত্র ৮টি উদ্ধার করা সম্ভব হয়েছে। নিরাপত্তার জন্য ওই এলাকার বাসিন্দাদের ঘরের মধ্যে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

চীন, হংকং, তাইওয়ান এবং জাপানে প্রভাব বিস্তার করা টাইফুন হাইকুই এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়া জুড়ে তাণ্ডব চালাচ্ছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

মাওমিংয়ের জরুরি ব্যবস্থাপনার ব্যুরো জানিয়েছে, বন্যার পর ৭৫টি কুমির খামার থেকে পালিয়ে গেছে। নিখোঁজ কুমিরগুলো খুঁজে পেতে সোনার সরঞ্জাম ব্যবহার করছে জরুরি সেবা কর্তৃপক্ষ।

আট দিন আগে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল দক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুন হাইকুই।

সূত্র: বিবিসি