টলিউড সুপারস্টার দেব ও সোহম চক্রবর্তী একজোট হয়ে নেমেছেন ‘প্রধান’ ছবির শুটিংয়ে। জোর কদমে চলছে দৃশ্যধারণের কাজ। এরইমধ্যে ঘটল বিপত্তি।
বৃহস্পতিবার দেব-সোহমের এ ছবির শুটিং স্পটে বেরিয়ে আসে ১৫ ফুটের এক অজগর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতবেদনে উঠে এসেছে তথ্য।
হোটেলের নিচ থেকে উদ্ধার হয়েছে ওই বিশালকায় অজগর। শুটিং স্পটে দেব, সোহম দুজনেই উপস্থিত ছিলেন। সোহম অজগরটিকে হাতে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ!’ এদিকে দেবও বেশ উপভোগ করেছেন বিষয়টি।
এদিকে ছবিতে কাজ করছেন অভিনেতা বিশ্বনাথ বসু। তিনি ইন্ডিয়ান রক পাইথনটির একটি ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন। জানিয়েছেন, সকাল সাড়ে ছয়টা নাগাদ ইউনিটের সদস্যদের চিৎকারে সকলে নীচে এসে দেখেন, অজগরটিকে ধরা হয়েছে।
বিশ্বনাথ লিখেছেন, ‘যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।’ অনেকেই অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেন। কিন্তু বিশ্বনাথ জানান, তার সাহস হয়নি। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। বিশ্বনাথ মজা করে দেব প্রসঙ্গে বলেছেন, ‘‘দূরে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর নির্ভয়।’’
জানা গেছে, অজগরটি তুলে দিতে এরইমধ্যে বন অধিদফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে শুটিং ইউনিটের সদস্যদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এ ছবিতে দীপক প্রধানের চরিত্রে দেখা যাবে দেবকে। এর মাধ্যমে আট বছর পর তিনি সোহমের সঙ্গে এক সিনেমায় বন্দি হচ্ছেন। দেব-সোহম ছাড়াও অভিনয় করেছেন সৌমিতৃষা, অনির্বাণ চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত প্রমুখ।