ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

Asia Cup 2023

শ্রীলঙ্কাকে ২৫৩ রানের লক্ষ্য ছুড়ে দিলো পাকিস্তান

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
ব্যাটিংয়ে পাকিস্তান। ছবি:ইএসপিএন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৪২ ওভার সাত উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২৫২ রান।

উদ্ধোধনীতে আব্দুল্লাহ শফিক স্কোরবোর্ডে জমা করেছেন অর্ধশত রান। টপ অর্ডারে অধিনায়ক বাবর আজম ফিরে যান ২৯ রানে। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৮৬ রানে। ফখর জামান সাজঘরে ফিরেছেন ৪ রানে। তাকে তুলে নেন প্রমোদ মাদুশান।

এর আগে এশিয়া কাপের ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃষ্টির বাধায় ম্যাচ গড়াল ৪৫ ওভারে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২ ঘন্টা দেরিতে অনুষ্ঠিত হয়েছে টস। টস হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়! ম্যাচ শুরু হয়েছে পৌনে ৬টায়।

শ্রীলঙ্কার হয়ে ৬১ রানে তিনটি উইকেট তুলে নেন মাথিশা পাথিরানা। দুইটি উইকেট তুলে নেন প্রমোদ মাদুশান।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, জামান খান।

শ্রীলঙ্কান একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানা।