ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

BNP leader

বিএনপি নেতা আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ
বিএনপি নেতা আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মিছিলটি রাজধানীর কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আমান উল্লাহ আমানকে ফ্যাসিস্ট সরকার ভয় পেয়ে অবৈধভাবে আটকে রেখেছে। এক আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করে গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দেয়া যাবে না।

আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ আমান উল্লাহ আমান রাজপথে জীবন বাজী রেখে আন্দোলন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমান উল্লাহ আমানসহ সকল রাজবন্দীকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ।