ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

Asia Cup 2023

ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই বিদায় লিটন-তানজিদ

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ
তানজিদ হাসান রানআউটের চেষ্টায় বেঁচে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ছবি: ইএসপিএন

এশিয়া কাপের দিবা-রাত্রির ম্যাচে টস হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

ব্যাটিং পর্বটা জ্বলজ্বলে উজ্জ্বল হওয়ার আগেই বিদায় নিলেন লিটন দাস। ফিরলেন শূন্যতেই। ২ বল খেলেছেন তিনি। তানজিদ হাসান ফিরে গেলেন ১৩ রানে। স্কোর বোর্ডে জমা ২৪ রান।

ভারতের মতো বাংলাদেশ স্কোয়াডেও এসেছে একাধিক পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। তাছাড়া অভিষেক হচ্ছে- তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।