ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

Education Minister Dipu Moni

শিক্ষাখাতের বিনিয়োগ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংগৃহীত ফাইল ছবি

শিক্ষাখাতের বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতের বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ। তাই মহান স্বাধীনতার পর দেশ গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, শিক্ষাখাতে জিডিপির চার শতাংশ বিনিয়োগ করতে হবে। যা তখন বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রনায়ক বা চিন্তাশীলগণ বলেননি। আজ তাই জাতির পিতার সেই স্বপ্ন পূরণে আমাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে দেশের জন্য কাজ করছেন। যার ফলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো সারাদেশে উচ্চ শিক্ষাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।