কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শিলখালী জুমপাড়ায় জমি বিরোধে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে একজন মহিলা।
টেকনাফ থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ১০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যায় জমি বিরোধে অতর্কিত হামলা চালায় একই ওয়ার্ডের মৃত মোঃ শরীফের পুত্র নুরুন নবী, নুরুর নবীর পুত্র মোঃ ইসমাইল, মোঃ ওসমান ও ইলিয়াছের স্ত্রী জাহেদাবেগম। উক্ত হামলার ঘটনায় স্বামী আবদুল্লাহকে রক্ষা করতে গিয়ে স্ত্রী জাহেদা বেগম গুরুতর আহত হয়। লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার হাতে ও মাথায় ছুরিকাহত করা হয়। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল উভয় পক্ষের। এতে পেরে না উঠে বিরোধী পক্ষ নির্মম সন্ত্রাসি হামলা চালায়।