ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

Dengue

সারা দেশে ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু॥ ২১২৯

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
__প্রতীকী ছবি

সারা দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। এরমধ্যে ৮ জনই ঢাকার বাইরের।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১২৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৪৩ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন। মারা গেছেন ৭৯০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৪৭ জন এবং ঢাকা সিটির বাইরের ২৪৩ জন।