ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স (টিসিএস)-এর নতুন হার আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ভ্রমণ, বিদেশি স্টক, মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া ইত্যাদিতে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করলে টিসিএস দিতে হবে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) লিবেরালাইসড রেমিট্যান্স স্কিম (এলআরএস) এর অধীনে, আপনি একটি আর্থিক বছরে দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রেমিট বা দেশের বাইরে পাঠাতে পারেন। ১ অক্টোবর থেকে শুরু করে, চিকিৎসা এবং শিক্ষাগত উদ্দেশ্য ছাড়া সমস্ত বিদেশি বহির্মুখী রেমিট্যান্স, একটি আর্থিক বছরে ৭ লাখ টাকার বেশি হলে কর দিতে হবে।
এই টাকার উপরে ২০ শতাংশ হারে ট্যাংক কলেকশন অ্যাট সোর্স (টিসিএস) দিতে হবে বলে জানা গেছে। লিবেরালাইসড রেমিট্যান্স স্কিম (এলআরএস) এর অধীনে, শিক্ষাগত খরচের জন্য ব্যয় করা ৭ লাখ টাকার নিচে বিদেশি রেমিট্যান্সে কোনো ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স (টিসিএস) থাকবে না।
যদি বিদেশি শিক্ষার জন্য ব্যয় করা ৭ লাখ টাকার উপরে রেমিট্যান্স একটি অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ঋণের মাধ্যমে হয়, তাহলে এটি ০.৫ শতাংশ হারে ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স (টিসিএস) আকর্ষণ করবে। ৭ লাখ টাকার উপরে রেমিট্যান্স শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যয় করা ঋণের মাধ্যমে প্রাপ্ত না হলে, ৫ শতাংশ টিসিএস দিতে হবে।
বিদেশি ট্যুর প্যাকেজ কেনার ক্ষেত্রে ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স (টিসিএস) থেকে কোনো ছাড় পাওয়া যাবে না। একটি আর্থিক বছরে ৭ লাখ টাকা পর্যন্ত বিদেশি ট্যুর প্যাকেজ কেনার ক্ষেত্রে ১ অক্টোবর থেকে ৫ শতাংশ টিসিএস প্রযোজ্য হবে। ৭ লাখ টাকার বেশি খরচে ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স (টিসিএস) পরের মাস থেকে ২০ শতাংশ হারে প্রযোজ্য হবে। আর ১ অক্টোবর থেকে বিদেশে চিকিৎসার জন্য খরচ ৭ লাখ টাকা অতিক্রম করলে ৫ শতাংশ হারে টিসিএস দিতে হবে।