ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

সাইবার নিরাপত্তা আইনের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১:১৪ অপরাহ্ণ

সংসদে পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন তিনি। দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে তিনি আখাউড়া আসেন।

বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তির মুখে গত বুধবার জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল’ পাস হয়। বিলটির সমালোচনা করে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নতুন আইনটিও মানুষের বাক্‌ ও চিন্তার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াবে। এটি সংবিধান পরিপন্থী।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার এলে সংসদে পাস হওয়া সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন আইনমন্ত্রীকে।

জবাবে আনিসুল হক বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলো বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখা দেওয়া হচ্ছে।’

দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় আইনমন্ত্রী নৌকা মার্কায় ভোট চান। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে জানান তিনি।

এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন। বিকেলে কসবায় একটি ফুটবল খেলায় উপস্থিত থাকার কথা রয়েছে আইনমন্ত্রীর।