সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলা এবং দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় আদম তামিজী হকের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। আদম তমিজী হক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য। তাকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে বলে জানা গেছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘আদম তমিজী হকের বিষয়টি আমাদের নজরে এসেছে।
আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশে আছেন। তিনি এক-দুই দিনের মধ্যেই দেশে ফিরবেন। তিনি ফেরার পর আলোচনা করে আদম তমিজী হকের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায় সে সিদ্ধান্ত হবে।’
এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট আগুন দিয়ে পুড়িয়ে দেন তমিজী।
একই সাথে আওয়ামী লীগ সরকাকে ভোট না দিতেও আহ্বান জানান। ফেসবুক লাইভে দেখা যায়, আদম তমিজী হক কিছু একটা পোড়াচ্ছেন। এ সময় তিনি সেটিকে নিজের পাসপোর্ট বলে দাবি করেন। তার প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা লুট ও প্রতিষ্ঠান জবরদখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তমিজী হক।