ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

Cox's Bazar

জাতীয় স্থানীয় সরকার দিবসে কক্সবাজার জেলা পরিষদের আলোচনা সভা

  • আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

    সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ
জাতীয় স্থানীয় সরকার দিবসে কক্সবাজার জেলা পরিষদের আলোচনা সভা

জাতীয় স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা করেছে কক্সবাজার জেলা পরিষদ। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত দিবস ব্যাপক ভাবে উদযাপন করা হচ্ছে।

১৮ সেপ্টেম্বর ২০২৩ জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, পরিষদ সদস্য প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, মাহমুদুল করিম মাদু, ফরিদুল আলম, শহিদুল ইসলাম মুন্না, জাফর আহমদ, আরিফুল ইসলাম, আবু তৈয়ব, শওকত হোসেন, নুরুল ইসলাম ভুট্টাে, সংরক্ষিত মহিলা সদস্য তানিয়া আফরিন, আশরাফ জাহান কাজল ও হুমাইরা বেগম প্রমুখ।

জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, হিসাব রক্ষক আবদুল মান্নান, উচ্চমান সহকারী বখতিয়ার হোসেন, উচ্চমান সহকারী মোঃ আমান উল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস কক্সবাজার জেলা পরিষদ নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করছে। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে সেবা প্রার্থীরা পাবেন সরাসরি পরিষদের বিভিন্ন সেবা।