ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

The bank is giving record interest only if you keep the money

প্রতি মাসে টাকা রাখলেই রেকর্ড সুদ দিচ্ছে ব্যাংক

  • অনলাইন ডেস্ক

    সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ
প্রতি মাসে টাকা রাখলেই রেকর্ড সুদ দিচ্ছে ব্যাংক। সংগৃহীত ছবি

রেকারিং ডিপোজিট হলো একটি নিয়মিত বিনিয়োগ স্কিম। এতে বিনিয়োগকারীরা নিয়মিত টাকা জমা করতে পারে এবং নির্দিষ্ট সুদের হারে তার উপর রিটার্ন পেতে পারে। রেকারিং ডিপোজিট হলো ছোট বিনিয়োগ, যা ভালো আয়ের সুযোগ দেয়। বিভিন্ন ব্যাংকে রেকারিং ডিপোজিটের সুদের হার আলাদা হয়ে থাকে। এই মাসে একাধিক ব্যাংক ২ কোটি টাকার কম মূল্যের রেকারিং ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে।

বর্তমানে ভালো রেকারিং ডিপোজিট স্কিম অফার করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। রেকারিং ডিপোজিটের উপর গ্রাহকদের ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে এসবিআই। এখানে, বিনিয়োগ ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে করা যায়। অর্থ, বিনিয়োগের সর্বনিম্ন মান হলো ১০০ টাকা। আর প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের থেকে বেশি সুদের হার পান।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) রেকারিং ডিপোজিটে সুদের হার:

১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) ৭.৩০ শতাংশ সুদের হার অফার করে। ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে এসবিআই ৭.৫০ শতাংশ সুদের হার অফার করে।

৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিটে এসবিআই ৭ শতাংশ সুদের হার অফার করে।
৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের রেকারিং ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদের হার অফার করে।

এসবিআই-এর রেকারিং ডিপোজিটে (আরডি) কম পক্ষে ১ বছরের মেয়াদের জন্য বিনিয়োগ করতে হয়। প্রতি সময় কম পক্ষে ১০০ টাকা জমা করতে হয়। এসবিআই-এর রেকারিং ডিপোজিটের (আরডি) সুদের হার বিভিন্ন সময় পরিবর্তন করা হয়। ফলে এর রেট জানতে অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখুন।

এসবিআইর রেকারিং ডিপোজিটে (আরডি) প্রবীণ নাগরিকদের ০.৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেয়। এই সুদের হার গত ১৫ ফেব্রুয়ারি কার্যকর করা হয়।