মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
The pickup collided with the tree

সুনামগঞ্জের গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, মৃত ৩

Bijoy Bangla

Bijoy Bangla

প্রকাশের সময়: ০২ জানুয়ারি, ২০২৪, ০২:৪০এএম

সুনামগঞ্জের গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, মৃত ৩

সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন মারা গেছেন। এ সময় আরও দুজন আহত হন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল করিম, নুরুল হক, আসাদ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

জয়কলস হাইওয়ে পুলিশ এসআই আব্দুল কবির বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।