বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
5-year-old child goes missing in Padma

পদ্মায় মায়ের সঙ্গে গোসলে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৬ জুন, ২০২৪, ০৬:২৫পিএম

পদ্মায় মায়ের সঙ্গে গোসলে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু
পদ্মায় মায়ের সঙ্গে গোসলে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মায়ের সঙ্গে গোসলে গিয়ে তুহিন প্রামাণিক (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ তুহিন প্রামাণিক একই এলাকার আমিরুল প্রামাণিকের ছেলে।

স্থানীয় সোহেল রানা জানান, বিকেলে শিশুটির মা তাকে গোসল করিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে কাপড় ধুচ্ছিল। নদীর পাড়ে খেলতে খেলতে হঠাৎই শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে।