মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
Vegetables have to be cultivated in the yard

হবিগঞ্জে কবরস্থানে সবজি চাষ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০২ জুলাই, ২০২৪, ০৩:১১এএম

হবিগঞ্জে কবরস্থানে সবজি চাষ
করবস্থানে চাষ করার হয়েছে সবজি --- ছবি : সংগৃহীত।

হবিগঞ্জের মাধবপুরে কবরস্থান দখল ও কঙ্কাল তুলে সবজি চাষ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃতদের স্বজন ও এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের বজলু মিয়া বৈধ দলিল না থাকা সত্ত্বেও কবরস্থান দখল করে সবজি চাষ করেছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।

জানা গেছে, কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামে একজন স্থানীয় কমলপুর মৌজায় ৯ শতক জায়গা কবরস্থান হিসেবে দান করলে তা রেকর্ড হয়। এসএ রেকর্ডে এটি কবরস্থান হিসেবে রেকর্ড রয়েছে।

এলাকাবাসীর দাবি, এ কবরস্থানে কমলপুর গ্রামের রফিক মিয়ার ভাগনে সজীব মিয়া ও তার চাচা শাহজাহান মিয়া, আব্দুল হাসিমের দুই ছেলে আনিস ও হামিদ, মতলব মিয়ার মেয়ে মর্জিনা বেগম, মুমিন মিয়ার শাশুড়ির কবর রয়েছে। এ ছাড়া কয়েকজন শহিদ মুক্তিযোদ্ধাদের কবরসহ অসংখ্য মানুষের কবর রয়েছে কবরস্থানটিতে। কবরস্থানে সবজি লাগানো অত্যন্ত রুচিবিবর্জিত কাজ। জেনে কেউ ওই সবজি খাবে না।

কবরস্থানের বর্তমান দখলদার বজলু মিয়া বলেন, এটি একাধিক বিক্রির মাধ্যমে আমার কাছে এসেছে। এটি কবরস্থান নয় বরং আমার মালিকানাধীন কৃষিজমি।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, এখানে আমার ভাগনে ও চাচার কবর রয়েছে। এরা তাদের কঙ্কাল তুলে ফেলে দিয়ে চাষাবাদ করছে। এরা জঘন্য কাজ করছে। এটি দখলমুক্ত না হলে আমরা তীব্র আন্দোলনের ডাক দেব। আমরা এর বিচার চাই। স্থানটিতে শতাধিক কবরও রয়েছে।

চৌমুহনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, আমরা আইনশৃঙ্খলা সভায় কবরস্থান উদ্ধারে জোরালো প্রস্তাব রাখব।