শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Cox's Bazar

বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ০২ জুলাই, ২০২৪, ০৩:২৯এএম

বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
'বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে পর্যটন শিল্পের ভূমিকা' কক্সবাজার সমুদ্র সৈকত শীর্ষক আলোচনা সভা

'বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে পর্যটন শিল্পের ভূমিকা' চ্যালেন্জ্ ও সমাধান পেক্ষিত ; কক্সবাজার সমুদ্র সৈকত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি বক্তব্যে কক্সবাজার সৈকতের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সকলের সহযোগিতায় তিনি ধন্য জানান। দায়িত্ব পালনকালে ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা ও বিভিন্ন কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

উপস্থিত সুধিজন, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ি ও হোটেল-মোটেল-গেস্ট হাউস সংশ্লিষ্টরা অতিরিক্ত ডিআইজি'র প্রশংসা করেন। নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও সুন্দর জীবন কামনা করেন।