বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
Celebration of Santal Rebellion Day

নাচোলে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশের সময়: ০২ জুলাই, ২০২৪, ০৮:৪৯এএম

নাচোলে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন
নাচোলে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

বৃষ্টি-বাদল উপেক্ষা করে জড়ো হয়ে মঙ্গলবার বিকেল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউপির ফুলকুঁড়ি গ্রামের নারী-পুরুষেরা উদযাপন করে সাঁওতাল বিদ্রোহের ১৬৯ তম বার্ষিকী।ফুলকুঁড়ি আদিবাসী সংঘের সহযোগিতায় জাতীয় আদিবাসী পরিষদ,নাচোল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফলকুঁড়ি আদিবাসি সংঘের কার্যালয়ে টুনু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুভাস চন্দ্র হেমব্রম,নরেশ হাসদা,স্মৃতি পাহান,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা ওয়াজেদ পারভেজ,জয়নাল আবেদন প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুল কুঁড়ি আদিবাসী সংঘের সভাপতি তরণ ওরাওঁ।


বক্তারা বলেন,১৮৫৫ সালে বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম সমস্ত্র গণসংগ্রাম।শোষক-শাসক শ্রেণির বিরুদ্ধে লড়াই-সংগ্রামের ইতিহাসে একটি মাইল ফলক।মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে।তবে যে শোষণ-বঞ্চনা বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ সেই শোষণ-বঞ্চনা আজও বন্ধ হয়নি।এর বিরুদ্ধে এক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা ভূমিকমিশনের দাবি জানান বক্তারা।

আলোচনা শেষে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে গ্রামের পথে শোভযাত্রা করে নারী-পুরুষেরা