শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Vandalism and fire at the food minister's house

নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০৫ আগস্ট, ২০২৪, ০৯:২৬এএম

নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন
বিক্ষোভকারীরা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।....সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খুশিতে সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নওগাঁ শহরের কাজীর মোড়ে জড়ো হওয়া হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন। শিশু-কিশোরী থেকে শুরু করে সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তারা।

তবে একই সময়ে উল্লাস করার পাশাপাশি বিক্ষোভকারীরা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনসহ তার মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টারে থাকা বেশ কয়েকটি মোবাইলের শোরুম ভাঙচুর করা হয়।

জানা যায়, টানা ১৫ মিনিট বিজয় উল্লাসের পর আন্দোলনরতরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-জনতাদের সমস্বরে ‘জিতিলো রে জিতিলো, ছাত্র সমাজ জিতিলো’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। বিকেল সাড়ে ৩টায় বিজয় মিছিলটি শহরের সরিষা হাটির মোড়ে পৌঁছালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। 

শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় বিজয় মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সকল ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করার পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লালের মোটরসাইকেলের শোরুমের বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।