শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Heavy wind damage in Teknaf

বাতাসে ব্যাপক ক্ষতি টেকনাফে

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ১৭ আগস্ট, ২০২৪, ০৯:৪৫এএম

বাতাসে ব্যাপক ক্ষতি টেকনাফে
......সংগৃহীত ছবি

তীব্র বাতাসে ব্যাপক ক্ষতি হয়েছে কক্সবাজার সীমান্তের টেকনাফে। শতাধিক গাছপালা, ২০টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও খেত-খামার ক্ষতিগ্রস্ত হয় শনিবার ভোররাতে হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, শনিবার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ ২ মিনিটের তীব্র বাতাসে গাছপালা, মানুষের বসতঘর খেত-খামার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, রাতে খাওয়ার শেষে ঘুমিয়ে ছিলাম। এর আগে কোন ধরনের বাতাস বা ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। ভোররাতে হঠাৎ ২ মিনিটের তীব্র গতির বাতাস ও শিলা বৃষ্টিপাতে গাছপালা ভেঙে মানুষের বসতঘরে পড়ে। সেইসঙ্গে বৈদ্যুতিক খুঁটি সহ অনেক লোকজনের খেত ও খামার ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে স্থানীয় লোকজন সেগুলো সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে দেন।