মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
6 Chabi students rescued

ইনানী বীচে বিপদজনক অবস্থা থেকে ৬ চবি শিক্ষার্থীকে উদ্ধার

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ৩১ আগস্ট, ২০২৪, ০৭:১৯এএম

ইনানী বীচে বিপদজনক অবস্থা থেকে ৬ চবি শিক্ষার্থীকে উদ্ধার
........প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানী বীচ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ জনকে শিক্ষার্থীকে উদ্ধার করেছে বীচ কর্মীরা। শনিবার ৩১ আগস্ট তাদের উদ্ধারের খবর পাওয়া যায়।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, চবি থেকে আগত শিক্ষার্থী পর্যটকদের একটি গ্রুপ খেলারছলে সমুদ্রের পানির গভীরে চলে যায় ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। গ্রুপের ৬ জন বিপজ্জনকভাবে সমুদ্রে ডুবে যেতে থাকে। ইনানীর বীচ কর্মীরা এ অবস্থা দেখামাত্র তাৎক্ষণিক সমুদ্রে নেমে যায় এবং ট্রলারের ব্যবস্থা করে তাদেরকে উদ্ধার করে। শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ আছেন এবং তারা পরিচয় প্রকাশ না করতে অনুরোধ জানান।

বিজয়বাংলা নিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বীচ সহ পর্যটন এলাকায় কাজ করছে একদল দক্ষ বীচ কর্মী। তাদের কর্ম তৎপরতার ফসল এটি।