বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
The body was recovered

নাজিরারটেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২০এএম

নাজিরারটেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
.......প্রতীকী ছবি

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক সজীব হোসেন (২৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।

বিজয়বাংলাকে আলাপনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন।

লাইফ গার্ড সুপারভাইজার ওসমান বলেন, গতকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক সজীব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্ট জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত মোহাম্মদ সজীব ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে মোটরবাইক রাইড করে কক্সবাজার বেড়াতে আসেন সজীব। বুধবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা ১ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজেও তাকে পাওয়া যায়নি। সর্বশেষ আজ উদ্ধার হয় তার মরদেহ।