বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
The body was recovered

ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ০৬ নভেম্বর, ২০২৪, ১১:০৯এএম

ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার
একটি ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ....... সংগৃহীত ছবি

গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ২টার সময় তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। আটক চারজন হলেন, মাহবুব, শান্ত, জাহিদ ও ওই বাসার কেয়ারটেকার বকুল।

কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত দুজন স্থানীয় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। মঙ্গলবার ওই কারখানার মালিক ফোন করে বাসার কেয়ারটেকার বকুলকে বলেন, রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসেনি। তখন কেয়ারটেকার বকুল রাত আনুমানিক ১১টার দিকে বাসায় এসে দেখেন চারতলায় রুমের ভেতরে তাদের গলাকাটা লাশ পড়ে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।