"অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন।" এই প্রতিপাদ্যে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিসংখ্যান অফিস এ অবহিতকরণ সভার আয়োজন করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, পরিসংখ্যানের জোনাল অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা শুমারি সমন্বয়কারী আব্দুল বারীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।