শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo
Dengue infected

ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৪ নভেম্বর, ২০২৪, ০৫:০৮পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু ......সংগৃহীত ছবি

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. শাকিল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোণার বারহাট্টা বড়গাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিল হাসপাতালে ভর্তি হয়। এর এক দিন পর গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ডা. মুন আরও বলেন, বতর্মানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ‍্যে পুরুষ ১৬ জন, নারী ৫ জন এবং একজন শিশু রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।