শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo
Electricity cable theft in Khulna

খুলনায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৩ জানুয়ারি, ২০২৪, ০২:৩৩এএম

খুলনায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

খুলনায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনায়েত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে আড়ংঘাটা থানা পুলিশের তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়ংঘাটার তেলিগাতি নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরে কোনো এক সময় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সেই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে বিদ্যুতের তার কাটার বিভিন্ন সরঞ্জাম ছিল। 

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছে। সংবাদ পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।