'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যে কক্সবাজার জেলায় 'তারুণ্যের উৎসব ২০২৫' এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সকালে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় কক্সবাজার জেলায় ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া উৎসবের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও তৎপরবর্তী জেলা প্রশাসক এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় এর শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা বইমেলা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন, জেলা বিএনপি সভাপতি, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শিশু একাডেমি কর্মকর্তা ছড়াকার আহসানুল হক ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি প্রমুখ।