বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
The five-day 41st National Education Conference

নাটোরে পাঁচদিন ব্যাপী ৪১ তম জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

Bijoy Bangla

ছোটন সরদার

প্রকাশের সময়: ০৩ জানুয়ারি, ২০২৫, ০৫:০০পিএম

নাটোরে পাঁচদিন ব্যাপী ৪১ তম জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
আদিবাসী জনগোষ্ঠীর উরাও সম্প্রদায়ের ৪১ তম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে

আদিবাসী জনগোষ্ঠীর উরাও সম্প্রদায়ের ৪১ তম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সিংড়া উপজেলাধীন বেলোয়ায় ১ জানুয়ারি বুধবার থেকে ৫ জানুয়ারি রবিবার পাঁচদিন ব্যাপী উরাও জনগোষ্ঠীর ছাত্র -ছাত্রীদের সম্মেলন  আয়োজন করেন উরাও সম্প্রদায়ের মানুষজন।জনাব মহেন্দ্রনাথ সরদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোদন করেন জনাব মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া,নাটোর।পধান অতিথির আসন অলংকৃত করেন জনাব,জগেন্দ্রনাথ সরকার, পরিচালক নওগাঁ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ্র রাজোয়াড় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি  রাজশাহী জেলা,জাতীয় আদিবাসী পরিষদ, সংগঠনের রাজশাহী মহানগর সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস , সাধারণ সম্পাদক  ছোটন সরদার,  নাটোর জেলা সভাপতি নরেশ চন্দ্র উরাও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া,নলডাংগার সভাপতি  লিটন এক্কা,আদিবাসী যুব পরিষদের নাটোর জেলা আহবায়ক যাদু কুমার দাস,যুগ্ম আহবায়ক শ্যামলাল তেলী প্রমুখ । 

বিবিএন / ৩ ডিসেম্বর / অচ