আদিবাসী জনগোষ্ঠীর উরাও সম্প্রদায়ের ৪১ তম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সিংড়া উপজেলাধীন বেলোয়ায় ১ জানুয়ারি বুধবার থেকে ৫ জানুয়ারি রবিবার পাঁচদিন ব্যাপী উরাও জনগোষ্ঠীর ছাত্র -ছাত্রীদের সম্মেলন আয়োজন করেন উরাও সম্প্রদায়ের মানুষজন।জনাব মহেন্দ্রনাথ সরদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোদন করেন জনাব মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া,নাটোর।পধান অতিথির আসন অলংকৃত করেন জনাব,জগেন্দ্রনাথ সরকার, পরিচালক নওগাঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ্র রাজোয়াড় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রাজশাহী জেলা,জাতীয় আদিবাসী পরিষদ, সংগঠনের রাজশাহী মহানগর সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস , সাধারণ সম্পাদক ছোটন সরদার, নাটোর জেলা সভাপতি নরেশ চন্দ্র উরাও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া,নলডাংগার সভাপতি লিটন এক্কা,আদিবাসী যুব পরিষদের নাটোর জেলা আহবায়ক যাদু কুমার দাস,যুগ্ম আহবায়ক শ্যামলাল তেলী প্রমুখ ।