রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জেট টাওয়ারে তিন তলা থেকে পড়ে মোহাম্মদ তাইজুল নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি।
তাইজুলকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী দেলোয়ার হোসেন বলেন, সকালে কাকরাইলের আঞ্জুমান জেড টাওয়ারে রং করার সময় অসাবধানতাবশত তিন তলা থেকে নিচে পড়ে যান তাইজুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রমনা থানা পুলিশকে জানানো হয়েছে।