বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Md. Hayatul Mishkat (Sajal)

একটি মানবিক আবেদন

Bijoy Bangla

রাজশাহী প্রতিনিধি

প্রকাশের সময়: ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৩পিএম

একটি মানবিক আবেদন
মোঃ হায়াতুল মিশকাত (সজল)

আমার নাম মোঃ হায়াতুল মিশকাত (সজল)। সকলের কাছে সজল নামে পরিচিত।আজ থেকে ছয় বছর আগে আমার বাবা ও মা মারা যান। যারা আমার এই লেখাটি পড়ছেন তাদের মধ্যে অনেকেই হইতো আমার বাবা মাকে চেনেন। আমি রাজশাহীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করি।  আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলের বয়স ১৩ বছর সে ক্লাস এইটে পড়ে। মেয়ের বয়স মাত্র ১৬ মাস।আমার মন চায় এদেরকে বুকে নিয়ে বাঁচতে। গত ছয় বছর থেকে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছি। এর আগে একবার আমার হার্ট এ্যাটাক হয়েছে। বর্তমানে আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত চিকিৎসা নিচ্ছি।

হৃদরোগ বিশেষজ্ঞ আমাকে দ্রুত হার্টে রিং পড়তে বলেছেন। এমনিতেই হার্টের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তার উপর এই ব্যবস্থা নিতে অল্প বেতনে চাকুরী করে ব্যয়বহুল চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না। আপনাদের কাছে আনুরোধ করছি উন্নত চিকিৎসার জন্য যার যা সামর্থ্য তা দিয়ে আমাকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে এবং আল্লাহ তা'আলার অশেষ রহমতে আমার উন্নত চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমি বাকি জীবনটা সুস্থ ও স্বাভাবিকভাবে কাটিয়ে দিতে পারবো। বাবা এমন এক অভিভাবক যিনি না থাকলে আপনি এই দুনিয়ায় সবচেয়ে বড় অসহায়। তাই আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে সুস্থ্য করে তাদের সাথে বাকি জীবনটা কাটানোর জন্য সহযোগিতা করুন। আমার এ্যাকাউন্ট নম্বর ০২৫-০৩১০০৪৮৭০৪, যমুনা ব্যাংক, স্বচ্ছ টাওয়ার, আলুপট্টি শাখা, রাজশাহী। 

বিকাশ ও নগদ এ্যাকাউন্ট নম্বর - ০১৩২৩-৪৯৭৩৯০ (পারসোনাল)।

মোঃ হায়াতুল মিশকাত (সজল)

হোসেনীগজ্ঞ,বোয়ালিয়া,রাজশাহী