বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Miscreants ambushed journalist Abul Kalam Azad

রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর দূর্বৃত্যদের অতর্কিত হামলা

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের সময়: ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫৭পিএম

রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর দূর্বৃত্যদের অতর্কিত হামলা
রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর দূর্বৃত্যদের অতর্কিত হামলা

রাজশাহীর সিনিয়র সাংবাদিক, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য,  সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতকিত হামলার ঘটনা ঘটেছে।

সাংবাদিক আবুল কালাম আজাদ জানান বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত ১০ টার  সময় পেশাগত কাজ শেষ করে  রাজশাহী রিমডেলিং স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন এ সময় পূর্বে থেকে পরিকল্পনা করা পশ্চিম  রেলের ইলেকট্রিক অফিসের সাবেক রেল কর্মচারী নূর সালামের নেতৃত্বে কবির সহ অজ্ঞাত ব্যক্তিরা তার উপর হামলা করে বেধড়ক পেটাতে থাকে।তাদের আঘাতে সাংবাদিক আবুল কালাম আজাদ জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্টেশনের যাত্রীরা জানান কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে  একদল মানুষ এসে সাংবাদিক আবুল কালাম আজাদের উপর হামলা শুরু করেন। তাদের আঘাতে আবুল কালাম আজাদ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিকের উপর এমন অতর্কিত হামলার ঘটনা নিয়ে রাতেই পৃথক দুটি বিজ্ঞপ্তি দিয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাব। রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দুটিতে বলা হয় একজন পেশাদার সাংবাদিককের উপর যারা হামলা করেছেন তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হোক। তা নাহলে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে মাঠে নামবে রাজশাহী মডেল প্রেসক্লাব।

অপরদিকে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা ফুঁসে উঠেছে এমন ঘটনা নিয়ে। সিনিয়র সাংবাদিকরা বলছেন রেলের অবসরে যাওয়া কর্মচারী একজন সাংবাদিকের উপর হামলা করে কি প্রমাণ করতে চেয়েছেন। তিনি যত শক্তিশালী হোক তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা। হামলার ঘটনা নিয়ে জিআরপি থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনা শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। আহত সাংবাদিক অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।