রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫
Logo

রাজশাহী নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

প্রকাশের সময়: ১৬ জানুয়ারি, ২০২৪, ০৮:৫৩এএম

রাজশাহী নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সামাজিক সংগঠন রাজ মেট্রো '৯৭ এ আয়োজনে নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

গতকাল  মঙ্গলবার (১৬ জানুয়ারি)  বিকাল ৪ টায় রাজশাহী নগরের সাগর পাড়া বোস পাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়েছে। মাঘের এই হাড়  কাঁপানো শীতে একটু উষ্মতার পরশ ছড়িয়ে দিতে  সামাজিক সংগঠন রাজ মেট্রো '৯৭ এ আয়োজন করে। অনুষ্ঠানে মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক মণ্ডলী এবং কর্মকর্তা কর্মচারী সহ কিছু অভিভাবক উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে রাজ মেট্রো ৯৭  পক্ষে মাহি, সুমি, অংকুর, ড. রিপন, পলাশ, লাভলী, ঝর্ণা , মুন,ক্যাথি, লাবনী, জেসি আসিফ (ইমন), কুশল, রুপক সহ বন্ধুরা অংশ নেয়।

উল্লেখ্য,গত ১২ জানুয়ারি রাজ মেট্রো '৯৭ এর পক্ষ থেকে গোদাগাড়ীর মহিষাল বাড়ীর প্রত্যন্ত এলাকায় অসহায় গ্রাম বাসীদের মধ্যে শতাধিক কম্বল বিতরন করা হয়, উল্লেখ ফেসবুক গ্রুপ ভিত্তিক সামাজিক  সংগঠন  রাজ মেট্রো '৯৭ ২০২১ সালে এ  প্রতিষ্ঠিত হয়  এবং  বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম এ অংশগ্রহণ করে।