শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
A discussion meeting was held on the theme of Youth Thought

নিয়ামতপুরে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Bijoy Bangla

নিয়ামতপুর প্রতিনিধি:(নওগাঁ)

প্রকাশের সময়: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৪পিএম

নিয়ামতপুরে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে জীববৈচিত্র্য সংরক্ষণে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে (১৩ ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা বনবিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান । এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ, স্হানীয় সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন অতিথিরা।

আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।