শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Distribution of tree seedlings

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের সময়: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫৫পিএম

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে।

খুলনার আমিন মরিয়ম স্মৃতি পরিষদ রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে রাজশাহী পিটিআই প্রাঙ্গণে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে সুপারি গাছের এই চারা বিতরণ করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

এর আগে তিনি নিজেও গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও সংরক্ষণ করার ওপর গুরুত্বারোপ করেন। আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও ২০২২ সালের বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় রাজশাহী পিটিআইয়ের সুপার মো. রেজাউল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাজশাহী আনোয়ার হোসেনসহ পিটিআইয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।