ন্যশনাল হার্ট ফাউন্ডেশন,চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে অনুদান হিসেবে একটি বহনযোগ্য ইকো-কার্ডিওগ্রাফি মেশিন দেওয়া হয়েছে।শনিবার দুপুরে হাসপাতাল ভবনে দাতা জোহরা আলী নামে যুক্তরাজ্য প্রবাসী এক নারী ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ শাখার নেতৃবৃন্দের হাতে মেশিনটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হৃদরোগ বিশেষজ্ঞ ওমর ফারুক, জোহরা আলীর,মেয়ে জামাই এসিআই লিমিটেডের এগ্রি বিজনেসস্ ডিভিশনের প্রেসিডেন্ট একেএম ফারাজুল হক আনসারী, ফাউন্ডেশনের সদস্য চিকিৎসক আনোয়ার জাহিদ, শফিকুল আলম,মো.ইব্রাহীম,কামাল উদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওমর ফারুক মেশিনটি দেওয়ার জন্য জোহরা আলীকে ধন্যবাদ জানান।